ক্রান্তি/সংকট-তাপমাত্রা,চাপ, আয়তন


ক্রান্তি তাপমাত্রা/সংকট তাপমাত্রা:- যে তাপমাত্রায় বা তার নিচে কোন তাপমাত্রায় কোন গ্যাসে চাপ প্রয়োগ করলে সহজে তরলে পরিণত করা যায় সে তাপমাত্রা কে সংকট বা ক্রান্তি তাপমাত্রা বলে। যেমন কার্বন-ডাই-অক্সাইডের সংকট বা সন্ধি তাপমাত্রা ও 31.1°C এই তাপমাত্রায় বা এ নিচের তাপমাত্রায় 72.9 atm চাপ প্রয়োগ করলে কার্বন-ডাই-অক্সাইড তরলে পরিণত হয়।


সন্ধি / ক্রান্তি চাপ:- সন্ধি তাপমাত্রায় কোন গ্যাসকে সর্বনিম্ন যে প্রয়োগ করলে তরলে পরিণত করা যায় তাকে ওই গ্যাস এর সন্ধি চাপ বা সংকট বলে। যেমন  কার্বন-ডাই-অক্সাইডের 72.9atm.


সন্ধি /ক্রান্তি আয়তন:- সন্ধি তাপমাত্রা ও চাপে 1 মোল গ্যাসের আয়তন কে সন্ধি বা সংকট আয়তন বলে। যেমন কার্বন-ডাই-অক্সাইডের সন্ধি আয়তন 95.5 mL. 

some examples


Comments