প্রশ্ন:- জুল থমসন প্রভাব কি?
উত্তর:- কোন গ্যাসকে পাত্রে উচ্চচাপে সংকুচিত করার পর সরু ছিদ্র পথে হঠাৎ নিম্নচাপের বৃহৎ পাত্রে সম্প্রসারিত করলে গ্যাসের তাপমাত্রা কমে যায়, ফলে গ্যাসের অনু সমূহ পরস্পরের কাছাকাছি থাকায় শীতল হয়ে তরলীভূত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় জুল থমসন প্রভাব।
প্রশ্ন:জুল থমসন প্রভাবে গ্যাস অনু সমূহের তাপমাত্রা কমার কারণ:-সংকোচিত অবস্থায় গ্যাস অণুসমূহ পরস্পরের কাছাকাছি থাকায় তাদের মধ্যে আন্তঃআণবিক আকর্ষণ বল কাজ করে। সম্প্রসারণের সময় অণুসমূহ পরস্পর থেকে দূরে সরে যাওয়ার সময় আন্তঃআণবিক আকর্ষণ বলের বিরুদ্ধে কাজ করতে হয়। এ কাজের জন্য প্রয়োজনীয় শক্তি গ্যাস তার নিজের অভ্যন্তরীণ শক্তি থেকে ব্যয় করে ফলে গ্যাসের তাপমাত্রা কমে যায় । এমন ভাবে বারবার প্রক্রিয়াটির পুনরাবৃত্তি করলে গ্যাসের তাপমাত্রা কমে গ্যাস কে সহজে তরলীভূত করে সিলিন্ডারজাত করা হয়। এ প্রক্রিয়ায় অনেক গ্যাসের তাপমাত্রা হ্রাস পেলেও H2, He ও Ne গ্যাসের ক্ষেত্রে তাপমাত্রা হ্রাসের পরিবর্তে বৃদ্ধি পায়।
প্রশ্ন:উৎক্রম তাপমাত্রা কি?:-যেসব গ্যাসের সম্প্রসারণে তাপমাত্রা বৃদ্ধি পায় সেসব গ্যাসকে একটি নির্দিষ্ট তাপমাত্রা ও এর নিচের তাপমাত্রায় শীতল করে তরল করা যায় সেই তাপমাত্রাকে সেসব গ্যাসের উৎক্রম তাপমাত্রা বলে।হিলিয়ামের উৎক্রম তাপমাত্রা 33K বা -240 ডিগ্রী সেন্টিগ্রেড, হাইড্রোজেন এর উৎক্রম তাপমাত্রা= 202K
*উৎক্রম তাপমাত্রা গ্যাসের প্রকৃতির উপর নির্ভরকরে

Comments
Post a Comment