মারিও হোসে মোলিনা (১৯ মার্চ ১৯৪৩ – ৭ অক্টোবর ২০২০) একজন মেক্সিকান রসায়নবিদ, যিনি অ্যান্টার্কটিকা ওজোন ছিদ্র আবিষ্কারের জন্য পরিচিত। ১৯৯৫ সালে তিনি যৌথভাবে রসায়নে নোবেল পুরস্কার পান। তিনি ওজোন স্তরে সিএফসি গ্যাসের (ক্লোরোফ্লোরো কার্বন) হুমকি সম্পর্কে বিশদ ব্যাখ্যা করার জন্য রসায়নে নোবেল পুরস্কার পান।
Chlorofluorocarbons =CFCs
hydrochlorofluorocarbons =HCFCs
CFC-এর পূর্ণরূপ হলো ক্লোরো-ফ্লুরো-কার্বন। মূলত মিথেন বা ইথেনের ক্লোরিন ও ফ্লোরিনের জাতকসমূহকে সিএফসি বলা হয়।
গন্ধহীন, অদাহ্য, অবিষাক্ত এবং নিম্ন গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক বিশিষ্ট এসব যৌগের বাণিজ্যিক নাম ফ্রেয়ন।যেমন :CCl3F একটি সিএফসি যৌগ, যা CFC-11 বা ফ্রেয়ন-১১ নামে পরিচিত, যেখানে ১১ হলো CFC বা ফ্রেয়ন নম্বর।
CFC / HCFC যৌগের নামকরণের নিয়ম:
a= যৌগের অণুতে উপস্থিত কার্বন পরমাণুর সংখ্যা -1
b= যৌগের অণুতে উপস্থিত হাইড্রোজেন পরমাণুর সংখ্যা +1
c= যৌগের অণুতে উপস্থিত মোট ফ্লেরিন (F)পরমাণুর সংখ্যা
যৌগের সঠিক নাম CFC--abc
[Note: যৌগে যদি হাইড্রোজেন পরমাণু উপস্থিত থাকে তাহলে যৌগের নাম হবে HCFC--abc ]
নিচের উদাহরণ দুইটা মনোযোগ দিয়ে দেখ...

Comments
Post a Comment